নরসিংদীতে ২৮ মামলার পলাতক ডাকাত গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ
নরসিংদীর গোয়েন্দা পুলিশ ২৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন। গ্রেফতারকৃত আসামি রায়পুরা থানার নিলক্ষ্যা বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত-রইজ উদ্দিনের ছেলে জাকির ওরফে মোস্তফা (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার জানান, ২৮ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন এবং নিজে তদারকি করেন। এরই প্রেক্ষিতে গত ২৬ এপ্রিল রাত ১১ টায় প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে আসামি নরসিংদী মডেল থানাধীন ব্রাহ্মণপাড়ায় অবস্থান করছেন।
পরে গোয়েন্দা বিভাগের ইনর্চাজ আবুল বাসার আরো এন্ট্রি- টেরোরিজম ইউনিটের সহায়তায় ব্রাহ্মণপাড়ায় আসামির ভাড়াটিয়া বাসা হতে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় উক্ত আসামির বিরদ্বে ডাকাতি, রাহাজানি, হত্যা মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে। তার বিরদ্বে আইনি প্রদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।
এদিকে এ খবর নিলক্ষ্যা বীরগাঁও পশ্চিমপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই গ্রামের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন