নরসিংদীর রায়পুরার মরজালে চলছে নির্বাচনী হাওয়া
সারাদেশে বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। পিছিয়ে নেই নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নটি। এছাড়া মরজাল সহ আশে পাশের সকল ইউনিয়নগুলোতে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের ফেস্টুনে ভরে যাচ্ছে নির্বাচনী এলাকা, চলছে নিকটজনদের নিয়ে ঘরোয়া সভা। পছন্দের প্রার্থীদের নিয়ে ঝড় উঠছে চা-স্টলে। এমনকি দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ানো হয়েছে প্রচারণা। এবার আওয়ামী লীগ নৌকা প্রতীকে এবং অন্যান্য রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।
এদিকে মরজাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার রাশেদ মিয়া গ্রামাঞ্চলে হেঁটে হেঁটে সাধারণ জনগনের নিকট ভোট চাচ্ছেন এবং ওয়ার্ডের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
মরজাল বাসষ্ট্যান্ডের চা বিক্রেতা হানিফা বলেন, বিগত ৫ বৎসরে মেম্বার রাশেদ মিয়া সুখে দুখে আমাদের ৫নং ওয়ার্ডের জনগনের পাশে ছিলেন। তাই আমরা সকলেই তাকে আবার পুনরায় মেম্বার হিসাবে নির্বাচিত করতে চাই। যদি শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই রাশেদ মেম্বার জয়ী হবে ইনশাল্লাহ।
সরেজমিনে রায়পুরা উপজেলার মরজালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী নাছিমা দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে প্রচারণায় এগিয়ে আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন