নির্বাচন ভবনের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি
আপিল শুনানি কার্যক্রমে নির্বাচন ভবনে এসে কুমিল্লা-১ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নাঈম হাসানের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদন নামঞ্জুর করেন নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে তার মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে নাঈমের আবেদন না মঞ্জুর হলে তারা বেরিয়ে যাওয়ার সময় দেখতে পান আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুরের সমর্থকরা দাঁড়িয়ে আছেন। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নাঈমের দুই কর্মীকে আটক করে নিয়ে যায়।
এ নিয়ে নাঈম হাসান সাংবাদিকদের বলেন, তারা আমার কর্মীদের গালিগালাজ করছিল। এছাড়া আপিল আমার, তারা কেন এখানে? থাকলে থাকতে পারেন রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি। এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। আসলে কাউকে আমরা আটক করিনি। বরং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন