নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় মিলেছে, লাশ হস্তান্তর
চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানান।
সোহেল মাহমুদ বলেন, ‘৬৭ জনের লাশ মর্গে আনা হয়েছে। এখন পর্যন্ত নিহত ৪০ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। তাদের লাশের ময়না তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ টি লাশ এখনও মর্গে রয়েছে। এই লাশগুলো ঢাকার বিভিন্ন হাসপাতালে হিমাগারে পাঠানো হবে। সবগুলি লাশেরই ডিএনএ স্যাম্পল এর জন্য থাই মাসল ব্লাড দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। এগুলো মালিবাগ সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
সোহেল মাহমুদ আরো বলেন, ‘আগামী দুইদিনের ভেতর বাকি লাশের পরিচয় শনাক্ত না হলে আগামী রোববার থেকে দাবীকৃত স্বজনদের সকলের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং লাশের সাথে তা ম্যাচিং করা হবে। যদি তা মিলে যায় তখন তাদেরকে লাশ হস্তান্তর করা হবে।’
মাহমুদ আরো বলেন, ‘এই লাশের সঙ্গে কয়েকটি মানবদেহের অংশ পাওয়া গেছে। ডিএনএ রিপোর্টের পরে বলা যাবে সেগুলো একই মানবদেহের নাকি ভিন্ন ভিন্ন মানবদেহের।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন