মাদারীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানের মধ্যছিলো একুশে বইমেলা, জাতি গঠনে ও সাম্প্রদায়িক সম্পীতি রক্ষায় একুশের চেতনা র্শীষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

আজ বৃহস্পতিবার বিকেলে এক উদ্বোধনীর অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীনতা অঙ্গনে আয়োজিত তিন দিনব্যাপী একুশে বইমেলা চলছে। এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।

সন্ধ্যায় জাতি গঠনে ও সাম্প্রদায়িক সম্পীতি রক্ষায় একুশের চেতনা র্শীষক এক আলোচনা সভা স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকসহ এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক হাজাহার ইসলামের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন মুুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, মাদারীপুরের পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান খান, মাদারীপুরের পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুরের পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।