নেত্রকোণার চানগাঁও ইউনিয়নে স্থানীয় সরকার দিবস উদযাপিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/received_818660063270255-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে, নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
রোববার (১৭সেপ্টেম্বর) সকালে চানগাঁও ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে মেলা ও জনসাধারণের মাঝে সেবা কার্যক্রম পরিচালিত হয়। চানগাঁও ইউনিয়ন পরিষদ আয়োজিত মেলা ও সেবা কার্যক্রম উদ্ভোদন করেন, তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার।
ইউপি চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নে যারা বয়স্ক ভাতা পায় তাদের সাথে কথা হয়। তাদের সুবিধা-অসুবিধা শুনেছি। কৃষকদের সাথে কথা বলেছি। আমার পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সঠিক ভাবে বিতরণ হয়।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণের ইউনিয়ন টেক্স দিতে হয় না। তাঁরা টেক্স ছাড়াই ইউনিয়ন পরিষদ থেকে সকল সেবা ও সুযোগ সুবিধা পান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন