নেত্রকোণার মদনে বিএনপির ২ নেতা গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/IMG_20230520_113523-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২ নেতাকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানাযায়, শুক্রবার (১৯ মে) বিকেলে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার জানান, শনিবার (২০ মে) নেত্রকোণা জেলা বিএনপি জাতীয় কর্মসূচী ভন্ডুল করতে এ গ্রেফতার অভিযান।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির ও পৌরসভার বিএনপির নেতা সাবেক পৌর কাউন্সিল শেখ বদরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান বলেন, এটি পুলিশের নিয়মিত অভিযান। চানগাও এর পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন