নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৭
নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলকপুর গ্রামের একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
তারা হলেন, আসন কলির স্ত্রী শামসুন্নাহার (৫০), পুত্র বধু জায়েদা (২২), নাতী রিয়ান (৭), নাতনী তৃষা (৫) ও নাতনী দুই মাস বয়সী আয়েশা আক্তার। তাছাড়া কলমাকান্দা উপজেলার মাইজপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী হাসিনা আক্তার (২৫), ছেলে ইয়ামিন (২) আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহত সামছুন্নার বলেন, কলমাকান্দা সিএনজি ষ্টেশন থেকে ভাড়ায় চালিত একটি সিএনজি নিয়ে নেত্রকোনার দিকে তারা যাচ্ছিলেন।
বাহাদুরকান্দা এলাকায় পৌঁছা মাত্রই উল্টোদিক আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনিসহ তার পরিবারের পাঁচজন আহত হয়। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন