নেত্রকোনার মদনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
নেত্রকোণা মদনে ঐতিহাসিক মুজিবনগর দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান। মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ.একে.এম. শামছুল হক খসরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন,ও গণ মাধ্যম কর্মীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন