নেত্রকোনার মদনে ২১ফেব্রুয়ারী উদযাপনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মদন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন