নোয়াখালীর চাটখিলে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী খোকন গ্রেফতার

নোয়াখালী চাটখিলের পৌর যুবলীগ নেতা রনি পালোয়ানকে জবাই করে হত্যা মামলার প্রধান আসামী মাদক সম্রাট খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে ২৪ সেপ্টেম্বর (রোববার) রাত ৯টার দিকে সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের পুর্ব সুন্দরপুর ফটিক্কা বাড়ীর বাগান থেকে যুবলীগ নেতা সিএনজি ড্রাইভার রনির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় গত ২৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে।

হত্যার শিকার রনির বোন সানজিদা ইসলাম শান্তা বলেন, শুক্রবার দুপুরে রনির ও একই বাড়ীর খোকনের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী খোকন মুঠো ফোনে রনিকে হত্যার হুমকি দেয়।

এদিকে মাদক সম্রাট খোকন বড় বড় মাদকের চালান নিয়ে গ্রেফতার হয়েছিলো বলে বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে । ২০২১ সালের ১৫ জুলাই (বৃহস্পতিবার) চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিছ ইয়াবাসহ মাদক সম্রাট খোকন কে গ্রেফতার করে।

চাটখিল পৌরসভার পূর্ব সুন্দর পুর টুকুন গাজী পলোয়ান বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে খোকন। তার বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতনসহ প্রায় ১০ টি মামলা রয়েছে।