নোয়াখালীর চাটখিলে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ট্রলি চালক নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলার প্রধান সড়কের মারকাজ মসজিদ সংলগ্ন স্থানে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির ড্রাইভার নিহত হয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮ টার সময় রড বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজি টি রাস্তার পাশে পড়ে যায়। ট্রলিটি রাস্তায় উপর উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে ট্রলির ড্রাইভার আলমগীর গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের আত্মীয় স্বজন কাউকে কিছু না বলে মৃতদেহটি তাদের গ্রামের বাড়ী নেত্রকোনায় নিয়ে যায়।
ড্রাইভার আলমগীরের বাড়ি নেত্রকোনা জেলার ভারহাট্টা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।সে দীর্ঘ দিন যাবৎ চাটখিল পৌরসভা ৩নং ওয়ার্ডে ভীমপুর মোস্তাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















