নড়াইলে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন