পকেটে বহনযোগ্য ল্যাপটপ!
এখন অনেক ধরণের ল্যাপটপ বাজারে এসেছে কিন্তু সবকটার ফিচার যেন সেই এক গতেবাঁধা। এবার কিছু পরিবর্তন আনতে নতুন চমক দিল লেনেভো। কাগজের মত মোড়ানো যাবে এমন একটি ফেক্সিবল ডিসপ্লের ল্যাপটপ নিয়ে এসেছে এই সংস্থা।
সম্প্রতি নতুন ডিসপ্লের এই ল্যাপটপটির ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। প্রকাশিত ছবি ও তথ্য মতে এটি হবে ‘লেনোভোর থিঙ্কপ্যাড’। এর ডিসপ্লে হবে নমনীয়। এটি এখন কনসেপ্ট পর্যায়ে রয়েছে। লেনোভো তাদের এই বিশেষ ল্যাপটপটির ছবি ও ভিডিও নিউ ইয়র্কের একটি ইভেন্টে দেখিয়েছে।
এতে দেখা গেছে ল্যাপটপটি ইউনিবডি ডিজাইনে তৈরি হবে। লেনোভোর কমার্শিয়াল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিসটিয়ান টেইসম্যান বলেন, ‘লেনোভো এমন একটি ল্যাপটপ তৈরি করতে যাচ্ছে যাতে কোনো কজ্বা থাকবে না। এই ল্যাপটপটি মোড়ানো যাবে। এর ডিসপ্লে হবে এতটায় নমনীয়।’
ল্যাপটপটিকে ফুল কিবোর্ড থাকবে এবং এটি স্টাইলাস পেন সাপোর্ট করবে। তবে ল্যাপটপটির দাম কত হবে এবং কবে নাগাদা এটি বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন