পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৩—২৪ অর্থবছরে রবি মৌসুমী কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী এবং বোরো ধান হাইব্রিড, বোরো ধান উফশী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে ২০২৩—২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের এই কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে আয়োজিত এ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। এ সময় উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, উপসহকারী সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, ইউপি সদস্য এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়— সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে এবং বোরো হাইব্রিড ধান ও বোরো উফশী ধান বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চীনাবাদাম, মুগডাল বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়— উপজেলার মোট ৮ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে— ১ হাজার ২০০ জন গম কৃষককে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৬৩০ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১হাজার ২৬০ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৯০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে বোরো হাইব্রিড ধান ও বোরো উফশী ধান বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চীনাবাদাম ও মুগডাল বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ইতোমধ্যে কৃষকরা সরকারের দেওয়া প্রণোদনার এই বীজ দিয়ে মাঠে চাষাবাদ করছেন। বিনামূল্যের এই প্রণোদনার বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। আশা করছি বিনামূল্যে বিতরণকৃত এই বীজ ও সার কেউ অবহেলিত চোখে দেখবে না, কাজে লাগানোর জন্যই প্রণোদনায় উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হবেন।