দেশব্যাপী বিজয় দিবস পালন করলো বাংলাদেশ ভূমিহীন আন্দোলন

বাঙালির সাহসিকতা, বীরত্ব, অশ্রু ও আত্মত্যাগে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ ১৬ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকে সারাদেশে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে স্বাধীনতার জন্য জীবনদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীরা।

ঢাকায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ—সাধারণ সম্পাদক প্রতীম দাস, দপ্তর সম্পাদক মাহাবুব রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম। এছাড়া পাবনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, সহ—সাধারণ সম্পাদক মিল্টন খোন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ছোরআর হোসেন, বগুড়ায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সিপন আহমেদ, সিরাজগঞ্জে জেলা কমিটির সিনিয়র সহ—সভাপতি মিরাজ মোল্লা, দিনাজপুরে কেনদীয় কমিটির সদস্য আলমগীর হোসেন, জামালপুরে জেলা কমিটির সভাপতি আনিসুল রহমান লিটন, সাধারণ সম্পাদক সোহেল রানা, শেরপুরে জেলা কমিটির শাহীন আলমের নেতৃত্বে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদতের প্রতি শ্রদ্ধা জানান।