পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
“মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার”এই শ্লোগানকে সামনে রেখে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৫টায় উপজেলার বুড়াবুড়ি ই্উনিয়নের কাটাপাড়া নামক স্থানে এই মাঠ দিবস সভার আয়োজন করা হয়।
উক্ত মাঠ দিবস সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর(খামারবাড়ি) দিনাজপুর-এর উপপরিচালক মোঃ শাহালম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর(খামারবাড়ি) পঞ্চগড়-এর ভারপ্রাপ্ত উপপরিচালক শামীম, তেলজাতীয় প্রকল্প মনিটরিং অফিসার এস.এম গোলাম সারোয়ার, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক মোঃ নজরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.এনামুল হক, পশু চিকিৎসক মোঃ দেলোয়ার হোসেন, কৃষক আব্দুর রহিম ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।
এই বারি সরিষা-১৪ মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মোঃ মোজাম্মেল হক-এর সঞ্চালনা ও পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, হাফেজ মোঃ রাজিউল ইসলাম।
উপস্থিত কৃষক/কৃষাণীর উদ্দেশ্যে সরিষার উপর মূল্যবান বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ শাহ আলম, বিশেষ অতিথির মধ্যে শামীম, এস.এম গোলাম সারোয়ার ও নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার তামান্ন ফেরদৌস। এছাড়াও বক্তব্য রাখেন, কাটাপাড়া তেলজাতীয় ফসলের কৃষক গ্রæপের চাষী মোঃ সাবিরুল ইসলাম।
এসময় সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক/কৃষাণী সহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন