পটুয়াখালীর কলাপাড়ায় ২১টি সুন্ধী কাছিম উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিচ সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছে এ্যনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ভ্রাম্যমান আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক মিয়ার মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।
এসময় কাছিম সংরক্ষনের দায়ে মানিক মিয়া ও ফারুক নামের দুই মৎস্য ব্যবসায়ীর কাছ ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারীদের কাছ থেকে ক্রয় করে ঢাকায় পাচার করতে চেয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসব কাছিম উদ্ধার করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন