পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে ইলিয়াছ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খেলা অবস্থায় বলে কিক দিয়ে সঙ্গাহীন হয়ে পড়লে বন্ধুরা ইলিয়াছকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। পরে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ইলিয়াছ হোসেন ওই ইউপির নয়াপাড়া গ্রামের ফোরকান পাহলানের ছেলে।
খেলায় অংশগ্রহনকারী মো. এরশাদ জানান, ওই এলাকায় নান্নু বিশ্বাসের ঘেরে ফুটবল খেলছিলাম ইলিয়াছসহ আরো বেশ কয়েকজন বন্ধু। এসময় গোল দেয়ার লক্ষে বলে কিক দিয়ে ইলিয়াছ মাটিতে লুটিয়ে পরে। আর এক বন্ধু হৃদয় জানান, আমার কাছে বল চেয়ে নিয়ে কিক দিয়ে সাথে সাথে মাটিতে পড়ে চেতনা হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করেও ওকে দিয়ে আর কথা বলাতে পারিনি।
কলাপাড়া হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক ডা. অনুপ কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত বিশ মিনিট আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে তার সঠিক কারন জানাতে পারছিনা। তবে সাথের বন্ধুরা যারা নিয়ে এসেছে তারা আমাকে জানিয়েছে বলে কিক দিয়ে মাথা ঘুরে মাটিতে পরে গিয়ে মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে অবহিত করেছি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে আমাদের সংবাদ দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন