বিরোধের জের
পটুয়াখালীর কলাপাড়ায় যুবকের তিন আঙ্গুল কর্তন
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে ইয়াকুব হাওলাদার (২৪) নামের এক যুববককে কুপিয়ে বাম হাতের তিন আঙ্গুল কর্তন করে দিয়েছে প্রতিপক্ষরা।
এসময় ওই যুবকের মামাতো ভাই কলেজ শিক্ষার্থী রাকিব মোল্লাকেও (১৯) কুপিয়ে জখম করা হয়।
রোববার দুপুরে উপজেলার টিয়াখালী ইউপির টিয়াখালী বাজারে এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
আহত শিক্ষার্থী রাকিব’র পিতা সবুজ মোল্লা জানান, ‘প্রায় এক সপ্তাহ আগে লোন্দা বাজারে টিয়াখালীর বাসীন্দা শাকিল প্যাদার সাথে ইয়াকুবের গায়ে মোটররসাইকেল উঠিয়ে দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। আজ সকালে ইয়াকুব তার মামাতো ভাই রাকিব মোল্লাকে নিয়ে রাকিবের অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ করতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে আসে। ফরম ফিলাপ শেষে মোটরসাইকেল যোগে তারা বাড়ি ফেরার পথে টিয়াখালী বাজার এলাকায় পৌছলে শাকিল প্যাদা, খোকন প্যাদা, জাকারিয়া ও ফারুক প্যাদাসহ আরও ৭/৮ জন ইয়াকুবকে কুপিয়ে বাম হাতের মাঝের তিন আঙ্গুল কর্তন করে। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে রাকিবকেও কুপিয়ে জখম করা হয়।’
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন