পটুয়াখালীর মহিপুরে স্বর্ণালঙ্কার সহ চোর চক্রের ৪ সদস্য আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/KALAPARA-PIC-10.02.23-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর মহিপুরে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
গত ৮ এ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে শেখ জামাল সেতুর চেকপোষ্টে তল্লাশি চালিয়ে দুই ভড়ি স্বর্ণ , নগদ ২৯ হাজার টাকা ও চুরি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটক বায়জিত সিকদার (১৯) ,মিরাজ (১৯) , নাইম ইসলাম ((২০) ও রাকিবুল ইসলাম (২৬) এদের সবার বাড়ি পটুখালী জেলা শহরের বিভিন্ন স্থানে।
মহিপুর থানার অফিসার ওসি খোন্দকার মো.আবুল খায়ের জানান, আটককৃতরা পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে চুরি করা স্বর্ণালংকার নিয়ে সেতু পার হয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুয়াকাটায় যাচ্ছিল। এসময় নিয়মিত পুলিশের প্রতিদিনের চেকপোষ্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। একই সময় চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়। তাদের আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন