সাভারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গ্যাস, বিদ্যুত ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এসময় সরকারের কড়া সমালোচনা করে মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকার চতুরতার আশ্রয় নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে।

এখন তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে দ্রব্যে মূল্যের দাম তারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে এসেছে। এদেশের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা না করে সরকার দিনের পর দিনের দাম বৃদ্ধি করেই চলেছে। আজ মানুষের দেয়ালে পিঠ ঠেঁকে গেছে। তাই অবিলম্বে দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাকা জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ সাভার ও উপজেলার ছাত্র, যুবক ও শ্রমিকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।