পদ্মাসেতুতে যানবাহন থামানো ও ছবি তোলা নিষেধ
সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল দিতে হবে। এ জন্য সর্বসাধারণকে টোল দিয়ে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর সব ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন