পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে যশোরের রাজগঞ্জে জাক-জমক আনন্দ অনুষ্ঠান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/images-5-3.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রাজগঞ্জেও জাক-জমক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল লতিফের উদ্যোগে শনিবার (২৫ জুন-২০২২) সকাল ১০টায় রাজগঞ্জ বাজারের গোল চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি টিভি মনিটর বসিয়ে দেখানো হয়। এ সময় রাজগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে, এদিন সন্ধ্যার পর থেকে উল্লেখিত স্থানে আনন্দ উৎসবের অংশ হিসেবে দেশবাসীর স্বপ্নপূরণে জারি-সারি গান প্রদর্শন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন