পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ-ফেরি বন্ধ

ঝড়ো আবহাওয়ার কারণে রবিবার সকাল পৌনে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ’র আরিচা অফিস সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

ঈদের বাকি আর মাত্র দুইদিন। ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে এই রুটে। ইতোমধ্যেই রুটের দুইধার পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে জমতে শুরু করেছে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। দ্রুত ফেরি ও লঞ্চ চলাচল শুরু না হলে দীর্ঘ যানজটের আশংকা করা হচ্ছে। ভোগান্তিতে পড়বেন ওই অঞ্চলের যাত্রীরা।

বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানাচ্ছে, আবহাওয়া ভালো হলেই নৌরুটে চলাচল শুরু হবে। তবে সেটা কতক্ষণ পরে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।