পাবনার আটঘরিয়ায় নৌকার নির্বাচনী জনসভায় মানুষের ঢল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/1703588268544_News-Photo-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফের নির্বাচনী জনসভায় প্রচুর মানুষ উপস্থিত হয়।
গত রবিবার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রয়াত ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলু’র সুযোগ্য পুত্র গালিবুর রহমান শরীফ গালিব এর নির্বাচনী জনসভায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়।
এসময় সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান। বক্তব্য প্রদান করেন নৌকার প্রার্থী প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ গালিব, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাঈমিনুল ইসলাম চঞ্চল , আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আঃ গফুর মিয়া, সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা মো. মোবারক হোসেন পান্না প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত আলী শেখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন