পাবনার আটঘরিয়ার ৫ ইউপি চেয়ারম্যান ও ৬০ মেম্বরের শপথ গ্রহণ
পাবনার আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৫ চেয়ারম্যানের শপথ গ্রহণ গত বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এছাড়াও এই ৫টি ইউনিয়নের ৬০জন ইউপি মেম্বরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)
সকালে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে। আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
জানাগেছে, ৩ ফেব্রুয়ারি ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল। তারা হলেন- মাজপাড়া ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, চঁাদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম কামাল, দেবোত্তর ইউপি চেয়ারম্যান
মো. মোহাঈম্মিন হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান মো. আলাল সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আঃ মালেক।
আর ৬০ মেম্বরকে শপথবাক্য পাঠ করান আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এই ৬০ জনের মধ্যে ৪৫ জন ইউপি সদস্য এবং ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন