পাবনার আটঘরিয়ায় পৌরসভার মেয়র ও ৫টি ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/News-Photo-Pabna-18.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন (নৌকা)। তিনি পেয়েছেন ৫ হাজার ৬শ ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজর ৩শ ৯১ ভোট।
পাবনা জেলার আটঘরিয়া রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলার চতুর্থধাপে ৫টি ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ ২, স্বতন্ত্র ৩ জন।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, মাজপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী ইন্তাজ আলী খানকে হারিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খান (আনারস) বিজয়ী হয়েছেন।
চাঁদভা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান টুটুলকে (মোটর সাইকেল) হারিয়ে পুণরায় বিজয়ী হয়েছেন।
দেবোত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ মাহাঈম্মীন হোসেন চঞ্চল স্বতন্ত্র প্রার্থী কে.এম শাহীনকে (আনারস) হারিয়ে পুণরায় বিজয়ী হয়েছেন।
একদন্ত ইউনিয়নে নৗকার প্রার্থী মোঃ মহসিন মোল্লাকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী লিয়াকত হোসেন আলাল (ঘোড়া) নির্বাচিত হয়েছেন, লক্ষীপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেনকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রাথী আব্দুল মালেক সরকার (আনারস)।

![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন