পাবনার আটঘরিয়ায় ফ্যামিলী কার্ডে টিসিবি পণ্য বিক্রয় শুরু

পাবনার আটঘরিয়ায় উপজেলায় একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে নি¤œ আয়ের ৭ হাজার ৬শ ৩৯জন মানুষের মধ্যে ফ্যামিলী কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় আটঘরিয়া পৌরসভা চত্বরে ও দেবোত্তর বাজারে এর উদ্ধোধন করেন পাবনার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিমুল আকতার। এসময় আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আকতার মাসু, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, আটঘরিয়া প্রেক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা ইমরুল কায়েস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাছিম, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ প্রমুখ।
ফ্যামিলী কার্ডে প্রত্যেক কার্ডধারী ক্রেতা ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা ক্রয় করতে পারবেন। মশুরের ডাল ৬৫ টাকা, ১১০ টাকা সয়াবিন তেল, ৫৫ টাকা চিনি, ছোলা ৫০ টাকা দরে বিক্রয় হবে।