পঞ্চগড়ে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের ন্যায় পঞ্চগড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন।
রোববার (২০ মার্চ ২০২২) পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিন্মআয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য তুলে দেয় রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গরীব-দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করেছিলেন। তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশ চালাচ্ছেন। বর্তমান সরকার নিন্মআয়ের মানুষ কীভাবে ভালো থাকবেন সেটি নিয়ে কাজ করছেন। গত ১৩ বছরে সরকার প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা দিয়ে আসছে।

এসময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানে পঞ্চগড়ের ৬৯ হাজার ৭৫ পরিবার ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পাবেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে চার প্রকার খাদ্যপণ্য পাবেন এসব পরিবার। প্রথম দফায় ৪’শ ৬০টাকা পণ্যের মধ্যে থাকবে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সঙ্গে যুক্ত হবে দুই কেজি ছোলা।