পাবনার আটঘরিয়ায় ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/News-Photo-Pabna-2-4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার আটঘরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভলিবল ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে আটঘরিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ভলিবল খেলায় কয়রাবাড়ী আলোড়ন সংঘ ৩-১ গেমস-এ পাবনা নতুনপাড়া যুব ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরষ্কার জিতে নেন।
এসময় ভলিবল ফইনাল খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।
খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দূস সাত্তার। রেফারীর দায়িত্বে ছিলেন বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী রেফারী ছিলেন বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী। সাইড রেফারীর দায়িত্বে ছিলেন শিপন, আশরাফুল ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন আটঘরিয়া খিদিরপুর ডিগ্রি কলেজের প্রভাষক তুহিন রেজা। স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন শিক্ষক সোহেল রানা। উক্ত ভলিবল খেলায় মোট ৪টি দল অংশ গ্রহণ করেন। উক্ত ফাইনাল ভলিবল খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন