সাতক্ষীরায় হরতাল সফল করতে খুলনা মোড়ে বামজোটের পথসভা

বাজারের আগুন থেকে মানুষকে বাঁচাতে আগামী ২৮ মার্চ ডাকা আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শহরের খুলনা রোড় মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে এ পথসভা বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) এর সমন্বয়ক চিত্তরঞ্জন দাস, সদস্য অ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য আহাজ উদ্দিন সুমন প্রমূখ।

বক্তারা বলেন, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনের অভিশাপ। এরফলে নি¤œবৃত্ত, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যরা তিনবেলা দু’মুঠো খেতে পারছে না। সেই মানুষের পেটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য বাম গণতান্ত্রিক জোট সারাদেশে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল পালনের ডাক দিয়েছেন। সেজন্য জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান বন্ধ রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে হরতাল সফল করার আহবান জানান বক্তারা।