পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা হাসপাতালে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলার ঘটনায় ঘটেছে। ১৯ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে নয়টায় মাছুয়া বাজার চৌমুহনীতে যুবলীগ নেতা আবু কালামকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবু কালাম বড়মাছুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আলী হাওলাদারের পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
আবুল কালামকে উদ্ধার করতে গিয়ে মেহেদী হাসান ও জাকির হোসেন আহত হয়।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
৫ জানুয়ারী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন করায় নির্বাচিত বিদ্রোহী প্রার্থীর ভাই কবির হোসেন ও স্হানীয় ইউপি সদস্য কাউয়ুম হাওলাদারের পুত্র সাফির নেতৃত্বে ১৫/১৬ জন দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানা গেছে।
কবির হোসেন বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মৃত আমজাদ হোসেনের পুত্র এবং বড়মাছুয়া বাজার বনিক সমিতির সভাপতি।
কবির হোসেন বলেন,আমি ঘটনাস্থলে ছিলাম না।শুনেছি সকালে একটি মারামারি হয়েছে। স্হানীয় মাইনুলের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে কে বা কারা এটা করেছে তা আমার জানা নেই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন