প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল কিশোরগঞ্জে ১৫০ পরিবার
কিশোরগঞ্জে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার দরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বিউটি পার্লার, সেলুন, মিশুকচালক ও গৃহকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, ৩ কেজি আলু ও এক কেজি লবণ।
এসময় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলাল ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন