‘প্রধানমন্ত্রীর নখদর্পণে মন্ত্রী-এমপিদের আমলনামা’

বর্তমান সরকারের কোন মন্ত্রী কতটুকু ভাল বা মন্দ কাজ করছেন, কার জনপ্রিয়তা কতটুকু, এলাকায় কার অবস্থা ভালো কিংবা আগামী নির্বাচনে কার ভরাডুবি হবে সেসব আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অজানা নয়।

আগামী সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীর বিষয়টি মাথায় রেখে দল গোছাতে তিনি নিয়মিত এসব খোঁজখবর রাখেন। উপনির্বাচনে কোন প্রার্থী জয়ী হবেন কিংবা জয়ী হতে পারবেন না সে ব্যাপারেও তিনি আগাম খবর পান।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ দুই সংগঠনের নেতা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দেন।

জাতীয় প্রেসক্লাবের এক নেতা আগামী নির্বাচনে প্রার্থীদের জয়ী হতে হলে এখন থেকেই ভালভাবে খোঁজখবর নেয়া প্রয়োজন ও কুমিল্লাতে কয়েকটি কেন্দ্রে হিন্দু ভোটারদের কেউ নৌকার প্রার্থীকে ভোট দেয়নি কেন এ সম্পর্কে খোঁজ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

এর জবাবে প্রধানমন্ত্রী জানান, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের মানুষকে ভালবেসে রাজনীতি করেন। রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব বুদ্ধি-বিবেচনায় দেশ পরিচালনার গুরুদায়িত্ব পালন করছেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের, বিশেষত গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। ফলে তাকে দলের সব মন্ত্রী ও সাংসদদের খোঁজখবর রাখতে হয়।

তিনি প্রতি ছয় মাস পর পর সবার আমলনামা বিশ্লেষণ করে দেখেন বলেও জানান।

প্রধানমন্ত্রী আরও জানান, আল্লাহর রহমতে সার্বিকভাবে আওয়ামী লীগের অবস্থান এখনও বেশ ভালো। তিনি গণমাধ্যম কর্মীদের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।

শেখ হাসিনা জানান, কুমিল্লায় দলের প্রার্থীর পরাজয় হতে পারে এ খবর তিনি আগাম পেয়েছিলেন। যাকে মনোনয়ন দেয়া হয়েছিল তিনি খুবই ভাল কিন্তু অন্য সমস্যার কারণে তাকে পরাজিত হতে হয়েছে।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের ভুল ধরিয়ে দিয়ে বলেন, হিন্দুরা কয়েকটি কেন্দ্রে ভোটই দিতে যাননি তথ্যটি সঠিক নয়। ওইসব কেন্দ্রে এক চতুর্থাংশ ভোট নৌকার প্রার্থী পেয়েছে। তার কাছে প্রতিটি ভোট কেন্দ্রের ফলাফল ও বিশ্লেষণ রয়েছে।

আগামী নির্বাচনে আমলনামা বিবেচনা করেই প্রার্থী দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।