প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষ করে ৩০ সেপ্টেম্বর লন্ডনে আসেন প্রধানমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন