প্রেমে পড়লে কোন রাশির মানুষ কেমন ব্যবহার করেন
মেষ রাশি—এই রাশির জাতকরা নেতৃত্ব দিতে ভালবাসেন। ফলে, সম্পর্কেও তার প্রভাব পড়ে। তা ছাড়া সম্পর্কের ক্ষেত্রে যুক্তি দিয়ে সব কিছু বিচার করেন।
বৃষ রাশি— সম্পর্কে নিয়ন্ত্রণ আপনারই থাকুক, সেটা আপনি চান। শরীরী প্রেমেও আপনার আকর্ষণ প্রবল।
মিথুন রাশি—আপনারা স্বভাবগতভাবে একা থাকতে পছন্দ করেন না। ফলে প্রেমে পড়লে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সেঁটে থাকা আপনার স্বভাব।
কর্কট রাশি— আপনাকে প্রেমে বোকা বানানো কঠিন। আপনি প্রেমে পড়েন, কিন্তু চোখ-কান বন্ধ করে হাবুডুবু খান না।
সিংহ রাশি— আপনার এনার্জি, ক্যারিশমা আর আত্মবিশ্বাস সঙ্গী বা সঙ্গিনীকে বেঁধে রাখার পক্ষে যথেষ্ট। আপনি নিজেও সম্পর্কে অনুগত। তবে সম্পর্কে স্বাধীনতায় বিশ্বাসী।
কন্যা রাশি— প্রেমে আপনি কেমন আচরণ করবেন, সেটা আগাম বোঝা মুশকিল। ফলে, আপনার সঙ্গে সঙ্গীকে একটু বুঝে শুনে চলতে হয়।
তুলা রাশি— ভালবাসা থাকলে ভাল, না-থাকলে কোনও ক্ষতি নেই— এ রকমই একটি মনোভাব নিয়ে আপনি চলেন। ফলে, আপনার কাছে মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া সর্বাগ্রে আসে।
বৃশ্চিক রাশি— শরীরী আবেদন আপনার কাছে কিঞ্চিৎ অগ্রাধিকার পায়। তবে মনের দিকেও আপনি বেশ নরম। দুইয়ের মিশেল হলে আপনি সবথেকে ভাল থাকেন।
ধনু রাশি— আপনার কাছে প্রেম হল একটি অ্যাডভেঞ্চার। আপনি প্রেমে ঝুঁকি নিতে পারেন। আপনি হৃদয়ের কথা শোনেন।
মকর রাশি— আপনি ভাল প্রেমিক বা প্রেমিকা। কিন্তু প্রেমে সব কিছু সঁপে দেওয়ার পক্ষপাতী নন। বরং ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবেন।
কুম্ভ রাশি— আপনি স্বার্থপর নন। ফলে প্রেমে পড়লে প্রেমাষ্পদই আপনার ধ্যান-জ্ঞান। তাঁকে ছাড়া এক মুহূর্তও কাটাতে আপনি নারাজ।
মীন রাশি— সঙ্গীর সঙ্গে ছোট মতপার্থক্যও আপনার গোটা দিন নষ্ট করে দিতে পারে। অথচ, তিনি একটু ভাল কথা বললেই আপনি আবার ফুরফুরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন