ফরিদপুরের চরভদ্রাসনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ শ্রেনীর ছাত্রী আরিফা আক্তার (১৪) প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের পিড়ি থেকে রক্ষা পেলো।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে উক্ত বিয়ে বাড়ীতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।স্কুল ছাত্রী আরিফা আক্তার উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর ওমরা পুর গ্রামের লাবলু ফকিরের মেয়ে।
এ বাল্য বিয়ের বর হলেন-চরভদ্রাসন সদর ইউনিয়নের জাকিরের সূরা গ্রামের নুরুদ্দিন বেপারীর ছেলে সুজন বেপারী (৩০)এর সাথে বিয়ে অনুষ্ঠান চলছিল।
শুক্রবার আরিফার সঙ্গে পার্শ্ববতী গ্রামের বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পায় উপজেলার ইউএনও মেহেদী মোরশেদ। তাৎক্ষণিক ইউএনও চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব কে বিষয়টি অবগত করে বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরে ওসির নির্দেশ চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন