ফরিদপুরের ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/images.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরে ট্রাকচাপায় লিয়ন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের একটি ফ্রিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়ন জেলা শহরের আলালপুর এলাকার ছুরাপ শেখের ছেলে। তিনি আব্দুল খালেক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, লিয়ন মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় ওই বাইপাস সড়কের একটি ফ্রিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হক বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন