ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার তালমা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ন-১১-১৫৮১) তালমা মোড়ে পৌছালে, সড়কে থাকা একটি অটোভ্যানকে পেছনদিক থেকে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ভ্যানে থাকা ঐ নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোতে থাকা অপর তিন আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃতঃ সালাম সরদারের স্ত্রী। তিনি সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তালমা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনার কবলে পড়ে প্রান হারান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাংগা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন