চট্টগ্রামে বাসে আগুন,গ্রেপ্তার এক

চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ ডিসেম্বর) ভোরে শহরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের হলেন নোয়াখালী জেলার চর জব্বার থানার মো. নেছার উদ্দিনের ছেলে মো. লিটন (২১)। খুলশী থানা এলাকায় বাসা ভাড়ায় থাকতেন তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে রাখা একটি বাসে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী আগুন দেয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল (রবিবার) তাকে আদালতে পাঠানো হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসে আগুন দেওয়ার সঙ্গে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামও জানিয়েছে।

উল্লেখ্য,গত ৩০ নভেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।এ ঘটনায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।