ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি স্থাপন তিনগুণ বৃদ্ধি
ফিলিস্তিনের ভূমি গবেষণা কেন্দ্র (এলআরসি) এক প্রতিবেদনে জানাচ্ছে, ২০১৭ সালে প্রায় ২,৫০০ একর জমি দখল করে নিয়েছে ইসরাইল, ধ্বংস করে দিয়েছে ৫০০ ভবন এবং আটটি নতুন ইহুদি বসতি নির্মাণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সামরিক কায়দায় এসব ভূমি দখল করে নেয় ইসরাইল।
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সহিংসতা ও হামলার ৯০০ ঘটনাও ওঠে আসে প্রতিবেদনটিতে।
ইসরাইলি ও ফিলিস্তিনি ইসরায়েলি আইন ও মানবাধিকার সংস্থার মতে, ২০১৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম পূর্ববর্তী বছরের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
পিস নাউ মুভমেন্ট (পিএনএম) জানায়, ফিলিস্তিনি ভূমিতে ২০১৫ সালে ১,৯৮২টি, ২০১৬ সালে ২,৬২৯ এবং ২০১৭ সালে ৬,৫০০টি ঘর তৈরি করে ইসরাইলি সরকার।
২৪ ডিসেম্বর, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে সুসংহত করতে পূর্ব জেরুজালেমে ৩ লাখ নতুন ঘর তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন ইসরাইলের কর্মসংস্থান ও গৃহায়ণমন্ত্রী ইয়োব গালান্ট।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য অন্যতম বাধা হিসেবে দেখা হয়, ২০১৪ সালের এপ্রিল মাসে যা বন্ধ হয়ে যায়। সূত্র: আনাদলু
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন