ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শতাধিক কর্মকর্তার চিঠি
চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের পক্ষ নেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন খোলাচিঠি দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শতাধিক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী আলেজান্দ্রো মায়রকাসের কাছে কর্মকর্তাদের স্বাক্ষরিত এক খোলাচিঠিতে এই নিন্দা জানানো হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্তায় ওই নিহতদের বিষয়ে কোন স্বীকৃতি, সমর্থন ও সহমর্মিতার বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না থাকায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শতাধিক কর্মকর্তার খোলাচিঠিতে হতাশা প্রকাশ করা হয়। জানা যায় এ চিঠিটি গত ২২ নভেম্বর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং পশ্চিম তীরের অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণত ডিএইচএসের বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা। কিন্তু ডিএইচএসের নেতৃত্ব গাজায় শরণার্থীশিবির, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলায় এক পক্ষ নীতি নিয়েছে।
চিঠিতে ডিএইচএস এবং বিভাগেরে অধীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি), ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) সহ ১৩৯ কর্মকর্তা স্বাক্ষর করেছেন।
এর আগে গত মাসে নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র সরকারের ৪০টি বিভাগের অন্তত ৫০০ কর্মকর্তা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি দেন। যাতে তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন