ফুচকা খেতে ৫ টাকা চাওয়ায় ছেলেকে খুন করল বাবা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/1497596904.jpg)
কোচবিহারের দিনহাটায় ফুচকা খাওয়ার টাকা চাওয়ায় ছেলেকে চড় মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। বাঁচাতে গেলে স্ত্রীকেও মারধরের অভিযোগ। আটক অভিযুক্ত।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মণ পাসোয়ানের কাছে ফুচকা খাওয়ার জন্য ৫ টাকা চায় তাঁর ১২ বছরের ছেলে সঙ্গম পাসোয়ান। অভিযোগ, ফুচকা খেতে ৫ টাকা চাওয়ায় ছেলেকে খুন করল বাবা। ছেলে বারবার বায়না করায় ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে চড় মারেন লক্ষ্মণ। পরে তার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেন।
ছেলেকে বাঁচাতে এলে লক্ষ্মণ স্ত্রীকেও বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। চিত্কার-চেঁচামেচিতে ছুটে এসে প্রতিবেশীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। হাসপাতালে নিয়ে গেলে ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বাবাকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ।-এবিপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন