ফুটপাতে অভিযান ও মলম পার্টির সচেতনায় কাজ করছে মিরপুর মডেল থানা
মিরপুর ১০ হোপের গলি এলাকায় ফুটপাত দখল মুক্ত রাখতে পুলিশের অভিযান পরিচালিত হয়। যানজট নিরসনে রাস্তার দুপাশে অবৈধভাবে রাখা মালামাল, ভাসমান দোকানপাটসহ হকারদের ভ্যান-ট্রলি অপসারণ কর হয়।
এদিকে, পুলিশের অভিযানে বাজারটি যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মলম পাটির দোরত্ব বেড়ে যায়। এবার তা সচেতন করতে মাঠে নামলেন মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো: কামরুজ্জামান জানান, মাননীয় কমিশনার স্যারের নির্দেশে ও মিরপুর মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জের তত্ত্ববোধনে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়।আর রাতে বেলা আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি।
আর সামনে ঈদ, ঈদে যাতে কোন মানুষ মলম পার্টির কবলে না পড়ে সেজন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। এছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজের সময় হুজুরদের দিয়ে বিভিন্ন মসজিদে বয়ান করানো হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন