বগুড়ার শিবগঞ্জে পিএফজি সার গুদামের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/Shibganj-pic-26.04.2023-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে পিএফজি সার গুদামের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৬ এপ্রিল বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পার্শ্বে এ গুদামের উদ্বোধন করা হয়েছে।
বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সার গুদামের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি’র সচিব আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক সার ওবাইদুল ইসলাম, পরিচালক মোস্তাফিজুর রহমান, যুগ্ম পরিচালক (সার) কাজেম উদ্দিন, উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যার ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন প্রমুখ।
প্রসঙ্গতঃ বিএডিসির বিদ্যামন সার গুদামসমূহের রক্ষণাবেক্ষন পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার প্রকল্প (২য় পর্যায়) এর আওতাঁয় এক হাজার মেঃটঃ সার ধারণ ক্ষমতা সম্পন্ন গুদামটি দু-কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। পরে বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি শিবগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন