বগুড়ার শিবগঞ্জে বলাৎকারের অভিযোগে শিক্ষকের নামে মামলা
বগুড়ার শিবগঞ্জের পল্লিতে একটি মাদ্রাসার পরিচালকের ছেলে ও ঐ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলীর নামে (২০) বলাৎকারের অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা।
থানার মামলা সূত্রে জানা গেছে উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলী এলাকায় অবস্থিত খাতুনে জান্নাত নামের একটি মাদ্রাসায় বালক শাখার ২য় শ্রেনীর আবাসিকের ছাত্রকে গত ২৩ জানুয়ারী সন্ধার পর আবাসিকের (৮) কে অত্র মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলামের ছেলে ও মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী কৌশলে ঐ কমলমতি শিক্ষার্থীকে জোর পূর্বক বলাৎকার করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঐ মাদ্রাসার পরিচালক আপ্রাণ চেষ্টা চালালেও তা কোন কাজে আসেনি। অবশেষে শিক্ষাথীর বাবা বাদী হয়ে গতকাল ঐ শিক্ষক মোহাম্মদ আলীকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
এব্যাপারে ঐ মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমার ছেলের বিরুদ্ধে বলাৎকারের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমার মাদ্রাসার বিরুদ্ধে এলাকার কিছু ব্যক্তি চক্রান্তে লিপ্ত রয়েছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন