বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের নিয়ে নিসচা’র মতবিনিময় সভা
জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে সড়ক নিরাপত্তায় সাংবাদিকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার ফুডগ্যালারী চাইনিজ রেস্টুরেন্টে প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান।
এতে প্রধান আলোচক ছিলেন নিসচা শিবগঞ্জ শাখার উপদেষ্টা হুসাইন শরিফ সঞ্চয়।
বিশেষ অতিথি ছিলেন মোকামতলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নূরুল আমিন তালুকদার, আমন্ত্রিত অতিথি ছিলেন নামুজা বুুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।
নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সোহেল আক্তার মিঠু, কনক দেব, মোহাম্মাদ আলী, ইমরানুল হক, খালিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আলম ডিউ, সাজু মিয়া, জাহিদ হাসান, আব্দুর রহমান, শাহজাহান আলী, গোলজার রহমান, বাকি বিল্লাহ, মিনহাজ, ওয়াশিম, সাবিত, রাব্বী হাসান সুমন, মুনছুর রহমান আকাশ, নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আহমেদ, প্রভাষক রাজিকুল ইসলাম রনি, সামছুর রহমান, সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য মিজানুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন