বগুড়ার শিবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/IMG_20220728_211838.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফলোআপ নিউজ⤵️
বগুড়ার শিবগঞ্জে সাইকেল চোর সন্দেহে আব্দুল করিম অমিত (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নিহতের ভাই রাছেল মন্ডল শিবগঞ্জ উপজেলার খেরুয়াপাড়া (ডাকুমারা) গ্রামের আজিজার রহমানের পুত্র মোঃ শাহাদত ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলাসূত্রে জানা যায়, নিহত আব্দুল করিম অমিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর (চাঁদপাড়া) গ্রামের জাফরুল ইসলামের ছেলে।
গত বুধবার উপজেলার ডাকুমারা বন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে আব্দুল করিম অমিতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্থানীয় দোকানীরা দোকানপাট বন্ধ করে গাঁ ঢাকা দিয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন