‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই আজ সবাই আমরা বাহাদুর’ : পাট ও বস্ত্রমন্ত্রী
‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই আজ আমরা সবাই বাহাদুর’ বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শাহাদাত বরণ করার পর প্রায় ২৫ বছর কোন শোকের অনুষ্ঠান করতে পারেনি। স্বাধীনতা বিরোধীরা আমাদের উপর হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সৎসাহসিকতার কারণে আমরা মাথা উঁচু করে দাড়াতে পেরেছি।’
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, জেলা পুলিশের বি-সার্কেল আবির হোসেন, ওসি এএফএম সায়েদ।
অন্যান্য স্থানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, আ.লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ আরো অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন